ওয়েব ডেস্ক : ২০১৯ এর সব ধরনের ক্রিকেটে বিরাট কোহলির বেশ ভালই কাটল।এবছরের শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার ৮১ বলে ৮৫ রানের ইনিংস খেললেন তিনি।বছর শেষে সব ধরনের ক্রিকেটে মোট ২৪৫৫ রানের অধীকারী হলেন বিরাট। এর পরেই স্থান নিয়েছে রোহিত শর্মা।সারা বছরের শেষে তার প্রাপ্ত রান ২৪৪২।
আরও পড়ুন : সেতুর নীচে আটকে গেল বিশাল বিমান, তাই দেখতে ভিড়
এক নজরে দেখে নেওয়া যাক এবছরের বেশ কিছু পরিসংখ্যান। ২৬ টি একদিনের ম্যাচে কোহলির মোট করেছেন ১৩৭৭ রান।৮ টি টেস্টে কোহলির রান ৬১২ এবং টি ২০ ম্যাচে তার সংগ্রহে রয়েছে মোট ৪৬৬ রান।এর পাশাপাশি রোহিত শর্মার ২৮ টি একদিনের ম্যাচে মোট সংগ্রহ ১৪৯০ রান।৫ টেস্টে মোট রান সংগ্রহ ৫৫৬ এবং টি ২০ তে ১৪ টি ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে মোট ৩৯৬ রান।