Date : 2024-03-29

কোচিতে ভেঙে ফেলা হল বেআইনি নির্মাণ

ওয়েব ডেস্ক : উপকূল নিয়ম মেনে তৈরি করা হয়েছিল অট্টালিকাগুলি।তাই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ভেঙে ফেলতে হবে অট্টালিকাগুলি।সেই অনুযায়ী শনিবার থেকে কেরালা সরকারের পক্ষ থেকে শুরু করা হয় বাড়ি ভাঙার কাজ।এদিন মাদুরাই এর পোশ লেক এরিয়ায় চারটি বাড়ির মধ্যে দুটি বাড়ি ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যেই।আরও দুটি বিল্ডিং রবিবার ভেঙে ফেলা হবে বলে জানা গেছে।৮০০ কেজি বিস্ফোরক দিয়ে সম্পূর্ণ নিযন্ত্রিত পদ্ধতিতে ভেঙে ফেলা হয় বিল্ডিং দুটি।লেক এরিয়াতে মোট ৩৫০ টি ফ্ল্যাট রয়েছে যেখানে ২৪০ টি পরিবারের বসবাস।

আরও পড়ুন : সেনার বিচারে বিশ্বে সবথেকে শক্তিধর দেশের মধ্যে ভারত কোথায় ? দেখে নিন

বিল্ডিং ভাঙার ক্ষেত্রে বড়সড় আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল।বেলা ১১ টার নাগাদ শুরু করা হয় অপারেশন।প্রথম বিল্ডিংটি ৬০ মিটার উচ্চতা বিশিষ্ট ১৮ তলা বিশিষ্ট বিল্ডিং।শীর্ষ আদালতের তরফে ১৩৮ দিন সময় দেওয়া হয়েছিল বিল্ডিংগুলিকে ভেঙে ফেলার জন্য।আগামীকালও আরও দুটি সতেরো তলার বিল্ডিং ভেঙে ফেলা হবে।