Date : 2024-04-24

সেনার বিচারে বিশ্বে সবথেকে শক্তিধর দেশের মধ্যে ভারত কোথায় ? দেখে নিন

ওয়েব ডেস্ক : বিশ্বে প্রত্যেকটি দেশেই রয়েছে নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী।দেশের নিরাপত্তার স্বার্থে যেথানে প্রতিবছরই খরচ করা হয় কোটি কোটি টাকা। এরকম ১০ টি শক্তিশালী রাষ্ট্রের সেনাবাহিনী কারা কারা দেখে নেওয়া যাক একনজরে।

আরও পড়ুন :গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সুরক্ষায় বিশেষ ডুবুরি বাহিনী

সেনার বিচারে দশম স্থানে রয়েছে ইজিপ্ট। ইজিপ্টে তিন বাহিনী মিলিয়ে মোট সেনার সংখ্যা ৪৪০,০০০ জন।

নবম স্থানে রয়েছে ভিয়েতনাম। এখানে মোট সেনাবাহিনীর সংখ্যা ৪৮২০০০ জন।

আরও পড়ুন : ভিশন এস-গাড়ির বাজারে চমক সোনির

অষ্টম স্থানে রয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীতে মোট সেনার সংখ্যা ৫৩২,০০০জন।

সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় মোট সেনার সংখ্যা ৬২৫০০০ জন।

ষষ্ট স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীতে মোট সেনার সংখ্যা ৬৫৪,০০০।

পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার তিন বাহিনী মিলিয়ে মোট সেনার সংখ্যা ১,০১৩,৬২৮

চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মোট সেনার সংখ্যা ১২৮,০০০০ জন।

তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা।আমেরিকার মোট সেনাবাহিনীর সংখ্যা ১,২৮১,১৯০০ জন।

সেনাবাহিনীর সংখ্যার বিচারে ভারতের স্থান দ্বিতীয়।ভারতের তিন বাহিনী মিলিয়ে মোট সেনার সংখ্যা ১,৩৬২,৫০০ জন।  

বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে পরিচিত চিনের সেনাবাহিনীতে বিশ্বের

সবথেকে বেশি সংখ্যক সেনা।সংখ্যাটাও নেহাত কম নয় ২১৮৩০০০ জন।