দক্ষিণ ২৪ পরগণা: পৌষ মাস শেষ হতে আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন। সংক্রান্তির স্নানের জন্য ইতিমধ্যে সাগরে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। বাৎসরিক এই পুণ্যস্নানের জন্য শুধু এই রাজ্যের বাসিন্দারাই নন, পার্শ্ববর্তী নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও অসংখ্যা মানুষ আসেন। মরক সংক্রান্তিতে উপলক্ষে ইতিমধ্যেই সাগরে ভিড় জমাতে শুরু করেছেন সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়ে তৎপর রাজ্য প্রশাসন।
সাগর স্নানের সময় বাড়তি সুরক্ষার জন্য ভারতীয় নৌসেনা ও রাজ্য প্রশাসনের উদ্যোগে বিশেষ ডুবুরি টিম নিযুক্ত করেছে। সাগরে স্নান চলাকালীন যাতে কোন অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে এই বিশেষ ডুবুরি বাহিনী ৮ থেকে ১৮ জানুয়ারি সাগরে থাকছে পুণ্যার্থীদের সুরক্ষা দিতে।
ভারতীয় নৌবাহিনীর এই বিশেষ ডুবুরি টিমে উদ্ধারকার্যের জন্য থাকছেন ১২ জন সুপ্রশিক্ষিত ডুবুরি। রাজ্যের নৌবাহিনীর ভারপ্রাপ্ত আধিকারীকের নেতৃত্বে এই বিশেষ টিম সুরক্ষার জন্য কাজ করবে মকর সংক্রান্তিতে আগত পুণ্যার্থীদের জন্য।