ঋক পুরকায়স্থ, সাংবাদিক: দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যের তিন কেন্দ্রে ভোট। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে। তবে প্রথম দফার নির্বাচনের মতই সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে। প্রতিটি ক্যাম্পেই সকাল থেকেই তৃণমূলের মহিলা কর্মীদের উপস্থিত লক্ষ করা যাচ্ছে। প্রতিটি বুথেই সকালথেকে ভোটারদের ভিড় চোখে পড়ছে। তবে বিভিন্ন জায়গায় ইভিএমের গণ্ডগোলের খবর সামনে আনছে তৃণমূল। তৃণমূলের তরফে সকাল থেকেই নানান অভিযোগ করা হচ্ছে। বালুরঘাট লোকসভার তপনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে, তারপর সেই নেতার দিকে তেড়ে জন বিজেপি প্রার্থী। সুকান্ত মজুমদার অভিযোগ তুলছেন তৃণমূল ভোটারদের প্রভাবিত করছে। অবশ্য তৃণমূলের তরফে এই সমস্ত অভিযোগ অস্বিকার করে হয়েছে। তাদের দাবি, সুকান্ত মজুমদারই ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে। বুথের সামনে গন্ডগোল পাকাচ্ছে। আর এইসব ধামাচাপা দিতে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার।
বালুরঘাট লোকসভার হরিরামপুর বিধানসভার অন্তর্গত মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে সিআরপিএফ ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে এমনটা অভিযোগ তৃণমূলের তরফে।
রায়গঞ্জ লোকসভার গোয়ালপোখার বিধানসভার গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েতের ২১৩ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী মহিলা ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে।
বালুরঘাট বিধানসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের নির্মমভাবে লাঞ্ছিত করছে। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
বালুরঘাট লোকসভার তপন বিধানসভার ১২ নম্বর বুথে ভোটারদের হুমকি দেওয়ার জন্য বিএসএফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল।