Date : 2024-05-19

রাত পোহালেই তৃতীয় দফা। কোন রাজ্যে ক’টা আসনে ভোট

প্রথম দুই দফায় সারা দেশের ১৯১ টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। মঙ্গলবার, ৭ তারিখ তৃতীয় দফায় রয়েছে দেশের ১২ টি রাজ্যের ৯৪ টা আসনে নির্বাচন।

সঞ্জু সুর, সাংবাদিকঃ ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ টি আসনে। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট হয়েছে ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৯ টি আসনে। প্রথম দুই দফা মিলিয়ে দেশের ১৯১ টি আসনের ভোট হয়ে গিয়েছে। মঙ্গলবার আমাদের রাজ্যের দুটি জেলার মোট ৪ টি আসনে রয়েছে নির্বাচন। আসনগুলো হলো মালদহ জেলার মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনেও ভোট রয়েছে এদিন। মঙ্গলবারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে সিপিএমের হেভিওয়েট প্রার্থী মহম্মদ সেলিমের।

মঙ্গলবারের ভোটেই ভাগ্য নির্ধারণ হতে চলেছে কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। এই দফাতে গুজরাটের ২৬ টি আসনে একবারেই হবে ভোট। রাজ্য‌ওয়াড়ি আসনের তালিকা নিম্নরূপ।

১) অসম– ৪ টি আসন। ধুবড়ি, কোঁকরাঝাড়, বরপেটা, গুয়াহাটি।
২) বিহার– ৫ টি আসন। ঝাঁঝাড়িয়া, সৌপল, আরারিয়া, মাধেপুরা ও খাগাড়িয়া।
৩) ছত্রিশগড়– ৭ টি আসন। এর মধ্যে রয়েছে মাওবাদী অধ্যুষিত রায়গড়, কোরবা, সরগুজা। রয়েছে রায়পুর, বিলাসপুর আসন
৪) গোয়া– গোয়ার দু’টি আসন, উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া আসনে ভোট রয়েছে আগামি কাল।
৫) গুজরাট– ২৬ টি আসনেই কাল ভোট হবে। গুরুত্বপূর্ণ আসন হলো গান্ধীনগর, আহমেদাবাদ পূর্ব, আহমেদাবাদ পশ্চিম, সবরকান্থা, বানসকান্থা, ভদোদরা, ভাবনগর, রাজকোট প্রভৃতি।
৬) কর্ণাটক– বাকি ১৪ টি আসনে ভোট হবে মঙ্গলবার। উল্লেখযোগ্য আসন হলো শিমোগা, বেলগাও, গুলবর্গা, বেল্লারি, রাইচুর, বিজাপুর প্রভৃতি।
৭) মধ্যপ্রদেশ– ৮ টি আসন। বিদিশা, ভোপাল, গোয়ালিয়র, গুনা প্রভৃতি।
৮) মহারাষ্ট্র- ১১ টি আসনে ভোট। উল্লেখযোগ্য আসন হলো বরামতি, রায়গড়, লাতুর, কোলহাপুর, সাঁতারা। এই দফায় ভোট রয়েছে এমন জায়গায় যেগুলোকে এনসিপি নেতা শরদ পাওয়ারের গড় বললেও কম বলা হয়।
৯) উত্তরপ্রদেশ- ভোট রয়েছে ১০ টি আসনে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো হাথরস , যেখানে এক নাবালিকার ধর্ষনের ঘটনায় সারা দেশ উত্তাল হয়েছিলো। তাছাড়া রয়েছে এসপি নেতা অখিলেশ যাদব বা মুলায়ম যাদবের গড় বলে পরিচিত মৈনপুরী আসন‌। এই কেন্দ্রের এসপি প্রার্থী অখিলেশ যাদবের সহধর্মিনী ডিম্পল যাদব। এছাড়া এটাওয়া, বঁদায়ুন, ফিরোজাবাদ প্রভৃতি আসন।
১০) দাদরা ও নগর হাভেলী/দমন ও দিউ- দুটি আসন। দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ।
১১) জম্মু ও কাশ্মীর- ১ টি আসন। অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে ভোট।

আরও পড়ুন : ভোট মরসুমে ঝাড়খণ্ডে টাকা উদ্ধার ইডির