Date : 2024-05-19

ভোট মরসুমে ঝাড়খণ্ডে টাকা উদ্ধার ইডির

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: চলছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। এরই মধ্যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখানেই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। মোট টাকার অঙ্কের পরিমাণ এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা পাওয়া গেছে বলে ইডি সূত্রে খবর। গোপন সূত্রে টাকার পাহাড়ের খবর পেয়ে হঠাৎই অভিযান চালায় ইডি। সেই অভিযানে উদ্ধার হয় টাকা। রবিবার রাত থেকেই রাঁচির মোট ৬+জায়গায় ইডি তল্লাশি শুরু করে। অবশেষে গ্রামোন্নয়ন মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়।এখনও অব্দি ৩০ কোটি টাকা গোনা শেষ হলেও বিস্তর টাকা গোনা বাকি। টাকার অঙ্ক আরও বাড়তে পারে। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রীর নিজের দফতরেই আর্থিক তছরুপের মামলার তদন্তেই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ইডি। একাধিক প্রকল্পের কাজে আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মামলায় তল্লাশি অভিযান ইডির। লোকসভা ভোটের আগেই গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধেও রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ। গ্রেফতারির পরই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। এরই মাঝে ঝাড়খণ্ডেরই আরও এক দুর্নীতি মামলায় বিপুল পরিমাণ টাকা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন : সুষ্ঠুভাবে সম্পন্ন হল নিট