Date : 2024-05-08

বঙ্গ সফরে আসলেও বঙ্গ বিজেপির আবেদনে আমল দিলেন না মোদি।

সুচারু মিত্র সাংবাদিক : আগামী তিরিশে ডিসেম্বর বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং সরকারি কর্মসূচিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীর সেই সফর নিয়েই ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর, এরই মাঝে বঙ্গ বিজেপির প্রস্তুতি ছিল পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ রাজ্যে আসাকে যদি রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তরিত করা যায়। সেই মতো ডুবুর জলা স্টেডিয়ামে সভা করার পরিকল্পনা ছিল বিজেপির। কিন্তু তাতে আমল দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুধু সরকারি কর্মসূচিতেই যোগ দেবেন তিনি কোন রাজনৈতিক কর্মসূচি বঙ্গে করবেন না এখন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর এই বার্তা দেওয়ার পর অনেকটাই হতাশ বাংলার বিজেপি নেতৃত্ব, তবে বিশেষজ্ঞ মহল মনে করছে করোনাকে সামনে রেখে অনেক বেশি সতর্ক দেশের প্রধানমন্ত্রী আর সেই কারণেই রাজনৈতিক জনসভা করতে চাইছেন না মোদি। তবে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। একান্তে কিছুটা সময় পাওয়ার চেষ্টা করবেন সুকান্ত ‘শুভেন্দু। তবে বিজেপির এই শীর্ষ নেতা কবে বঙ্গ বিজেপির হয়ে আবার জনসভা করবেন সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বে।

তবে করোনা কি একমাত্র কারণ? বাকি পশ্চিমবঙ্গের সাংগঠনিক দুর্বলতার কথা শুনে বিরক্ত মোদী সে কারণেই এড়িয়ে গেলেন জনসভা। তবে রাজ্যে এসে রুদ্ধদ্বার কোন বৈঠকে সুকান্ত শুভেন্দুকে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদি? তা বলবে সময়