Date : 2024-05-05

পশ্চিমবঙ্গে এবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, নেতৃত্বে অধীর চৌধুরী।

সুচারু মিত্র সাংবাদিক : রাহুল গান্ধীর হাত ধরে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে লাগাতার চলছে এই পদযাত্রা। আর এবার বঙ্গের প্রদেশ নেতৃত্ব শুরু করতে চলেছে ভারত জোড়ো যাত্রা, রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং বেকারত্ব ইসুকে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। আগামী ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে এই যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হতে চলেছে এই ভারত জোড়ো যাত্রা। সাগর থেকে পাহাড় পর্যন্ত এই কর্মসূচির দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, বঙ্গের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধীকে। তবে তিনি আসুক বা না আসুক পঞ্চায়েত নির্বাচনের আগে এ রাজ্যে ভারত জোড়ো যাত্রা করে নিজেদের রাজনৈতিক অস্তিত্বের প্রমাণ দিতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যেই জেলার সর্বস্তরের কংগ্রেস নেতাকর্মীদের ২৮ তারিখের এই কর্মসূচিতে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর মূল যাত্রায় পশ্চিমবঙ্গের যাত্রা পথ না থাকলেও রাজ্যগতভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অনুভব করে মানুষের কাছে নিবিড় জনসংযোগের জায়গা এই ভারত জোড়োর মতো কর্মসূচি, তাই প্রদেশ নেতৃত্ব কর্মসূচি সফল করতে মরিয়া।