Date : 2024-05-18

পুঞ্চে জঙ্গি হামলায় শহীদ জওয়ান

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: আবারও জঙ্গি হামলা উপত্যকায়। এবার ঘটনাস্থল পুঞ্চ। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। পুঞ্চের সুরানকোটের উপর দিয়ে যখন বায়ুসেনার কনভয় যাচ্ছিল। ঠিক সেই সময় জঙ্গিরা আমচকা গুলি চালাতে শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। গুলিতে জখম হন বায়ুসেনার ৫ জওয়ান। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শহীদ হয় ১ জওয়ান। বায়ুসেনার বাকি ৪ জওয়ানের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনার পরই ওই এলাকায় আরও জওয়ান পাঠানো হয় জঙ্গিদের দমন করার জন্য। মোতায়েন করা হয়েছে বায়ুসেনার গরুড় স্পেশাল ফোর্স। বায়ুসেনার সঙ্গে রয়েছে জম্মু- কাশ্মীর পুলিশও। এখনও পর্যন্ত গুলির লড়াই জারি রয়েছে। জম্মু- কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এরইমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে চলতি বছরে এটাই বড় জঙ্গি হামলা বলে মনে করছে কাশ্মীর প্রশাসন। জঙ্গিদের খোঁজে জায়গায় জায়গায় চলছে তল্লাশি অভিযান।

জঙ্গি

পাশাপাশি নাকা চেকিং করা হচ্ছে। বায়ুসেনর গাড়ি গুলিও ছাউনিতে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৩ সালের ২১শে ডিসেম্বর পুঞ্চে যে জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছিল, তারাই শনিবার হামলা চালিয়েছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। গত বছর ওই হামলায় শহীদ হয়েছিলেন ৪ জওয়ান, জখম হয়েছিলেন আরও ৩ জন।

আরও পড়ুন : স্টিং অপারেশনের ভিডিও চাই, এবার পাল্টা দিলেন শমীক