শিলিগুড়ি:- “পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন কোন এনআরসি, ডিটেনশন ক্যাম্প হবে না।” শিলিগুড়ির প্রসাসনিক সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারীকদের নিয়ে বৈঠক করেন তিনি। প্রসঙ্গত, এনআরসি আতঙ্কে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর ডিটেনশনে ক্যাম্পে গিয়েছেন লক্ষাধিক মানুষ। একইভাবে কর্ণাটকেও চূড়ান্ত হতে চলেছে এনআরসির- তালিকা। এদিন মুখ্যমন্ত্রী উত্তরকন্যার বৈঠকে জানান, ভোটার তালিকায় গড়মিল পাওয়া যাচ্ছে।
মাঝে মাঝেই এক ব্যক্তির নাম একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে। এমন ভুল যেন না হয় সেই বিষয়ে জেলা প্রশাসনকে বিশেষ নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরবঙ্গ পুলিশ লাইনে বিজয়ার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও এনআরসি নিয়ে সুর চড়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, “এখানে এনআরসি-হতে দেব না। একজন মানুষকেও বাংলা থেকে যেতে দেব না।” এনআরসি নিয়ে রাজবংশীদের ভুল বার্তা দেওয়া হচ্ছে। এর ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। শুধু এনআরসি নয়, নাগরীকত্ব সংশোধনী বিলও কোন মতে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস, একথা সঠিকভাবে জানিয়ে দেন তিনি।