ওয়েব ডেস্ক : সেলিব্রিটিদের প্রতিকৃতি অনেককেই উপহার দিতে দেখা যায়।তবে সবার থেকে যেন একটু আলাদা বছর ২০ র রাহুল পেরেকের দেওয়া উপহার।সম্প্রতি আসামের ধুবরি জেলার রাহুল বাতিল ইলেকট্রনিক যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছেন বিরাট কোহলির ছবি।নিজের পছন্দের খেলোয়াড়কে সেই ছবি দেখানোর প্রচেষ্টাও করেছেন অনেকবার।জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ আসামকেও।
তবে সেখান থেকে কোন উত্তর না পাওয়ায় অবশেষে ভারত শ্রীলঙ্কা টি ২০ ম্যাচ হওয়ার আগের দিন অর্থাৎ শনিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে সেই ছবি হাতে নিয়ে দাড়িয়ে যান।সেখানেই মিডিয়ার নজরে আসেন বছর ২০ র ওই বালক।কোহলির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ছবিতে অটোগ্রাফও দেন বিরাট।তবে এটিই প্রথম নয় এর আগে মহাত্মা গান্ধী ও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনওয়ালের প্রতিকৃতি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম তুলেছেন রাহুল। তার এই প্রতকৃতি বানানোর ছবি প্রকাশ করেছে বিসিসিআই।