Date : 2024-02-22

ইব্রাহিমোভিচের ৫০০ কেজির মূর্তি ভাঙলেন ক্ষুদ্ধ দর্শকেরা

ওয়েব ডেস্ক: ইব্রহিমোভিচের ৫০০ কেজির মূর্তি ভাঙলেন দর্শকেরা।রবিবার রাতে মালমো ফুটবল স্টেডিয়ামের বাইরে পড়ে থাকতে দেখা যায় সোনালি রঙের মূর্তিটি।সম্প্রতি সুইডিশ ক্লাবের অন্যতম শত্রু ক্লাব হ্যামারবির কিনে নিয়েছেন ইব্রাহিমোভিচ।ক্লাবটি কিনে নেওয়ার পর সেটিকে শক্তিশালী ক্লাব হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছিলেন তারকা।

আরও পড়ুন : অষ্ট্রেলিয়ায় আগুনে পুড়ে যাওয়া ক্যাঙ্গারুর ছবি ভাইরাল ইন্সটাগ্রামে

তবে তার এই বক্তব্য ভালো চোখে নেননি সমর্থকরা।সুইডিশ হওয়ার পরও কেন তিনি এমন মন্তব্য করলেন এই রাগেই সমর্থকেরা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।বড়দিনের আগে মূর্তিটির নাক ভেঙে ফেলা হয়েছিল।পরে সেটিকে ভেঙেই ফেলা হয়েছে।তবে শুধু ইব্রাহিমোভিচ নয় এর আগে খারাপ পারফর্ম্যান্সের জেরে ভাঙা হয়েছিল এলএম টেনের মূর্তি।