Date : 2023-11-29

অষ্ট্রেলিয়ায় আগুনে পুড়ে যাওয়া ক্যাঙ্গারুর ছবি ভাইরাল ইন্সটাগ্রামে

ওয়েব ডেস্ক : ক্রমাগত বাড়তে থাকা দাবালন ভয়াবহ আকার নিয়েছে অষ্ট্রেলিয়াতে। মানুষ তো বটেই বহু প্রাণী মারা গেছে আগুনে ঝলসে।তবে দাবানল কতটা ভয়ানক হতে পারে সম্প্রতি একটি ছবিই বুঝিয়ে দিয়েছে সেই বিষয়টি।একটি বাচ্চা ক্যাঙ্গারুর আগুনে ঝলসে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে ইন্সটাগ্রামে।

আরও পড়ুন : মনস্টার ফুলের সন্ধান ইন্দোনেশিয়ায়

ছবিটি প্রকাশ করেছেন ব্র্যাড ফ্লিট নামের একজন চিত্রগ্রাহক।ছবিটি ইন্সটাগ্রামে প্রকাশ করতেই মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।অনেকেই ছবিটি দেখে মর্মাহত হয়েছেন।আবার অনেকেই এই ছবিটিকে নকল বলেছেন।সিডনি বিশ্ববিদ্যালয়ের ইকোলজিস্ট ক্রিস ডিকম্যানের মতে সেপ্টেমবর থেকে চলা এই দাবানলে প্রভাবিত হয়েছে প্রায় ৪০ কোটি পশুপাখী।