Date : 2024-04-24

মনস্টার ফুলের সন্ধান ইন্দোনেশিয়ায়

ওয়েব ডেস্ক  : পৃথিবীর সব থেকে বড় ফুলের সন্ধান পাওয়া গেল ইন্দোনেশায়ার সুমাত্রায়।রাফলেশিয়া নামের ওই ফুল লম্বায় প্রায় ৪ ফুটের কাছাকাছি। যা পৃথিবীর বৃহত্তম ফুল হিসেবে মনে করছেন ইন্দোনেশিয়ার ওয়াইল্ড লাইফ আধিকারিকেরা।

আরও পড়ুন : ক্রিসমাসে পাওয়া ম্যাগনিফাইনিং গ্লাস দিয়েই নিজের বাড়ির বাগান পুড়িয়ে ফেলল ক্ষুদে

তবে এর আগেও ওই একই জায়গায় এই ধরনের বড় ফুলের সন্ধান পেয়েছিলেন বন আধিকারিকেরা।তবে বর্তমান ফুলটি আগের থেকে ৪ ইঞ্চি বড়।তবে এত বড় ফুল হলেও এটি সাধারনত পরজীবী গাছ।অন্য গাছের ওপর নির্ভর করেই বেঁচে থাকে এই ফুল গাছ।এত বড় ফুল গাছ হলেও এর সুগন্ধ কিন্তু মোটেই ভাল নয়।ফুল থেকে অনেকটা পচা মাংসের গন্ধ বেরোতে থাকে বলে জানিয়েছেন বনদফতরের কর্মীরা। তবে এত বড় এই ফুল গাছের আয়ু খুব একটা বেশি নয় মাত্র ৭ দিন।