ওয়েব ডেস্ক : পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিল কলকাতা বন্দর এলাকার মোমিনপুর।বাসে আগুন ধরানো থেকে ভাঙচুর বাদ গেল না কোনটাই।ঘটনার সূত্রপাত দুপুরে পৌনে ১ টা নাগাদ, সেইসময় রিমাউন্ট রোডে অত্যাধিক বেগে ২ টি বাস আসছিল।সেই দুই বাসের রেষরেষির মাঝে পড়েই প্রাণ হারালেন ১ ব্যক্তি।ঘটনার পরপরই মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় ব্যক্তিরা।ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বাসে।
ঘটনাস্থলে পুলিশ পৌছলে ইটবৃষ্টি শুরু করে স্থানীয় জনতা।জনতাকে ছত্রভঙ্গ করতে সেখানে পৌছয় আরও অতিরিক্ত বাহিনী।অবশেষে ঘন্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।দুর্ঘটনায় নিহতের দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএমএ।ঘটনায় ২ টি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।একটি বাস চালকের বিরুদ্ধে এবং আরেকটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে যারা বাসে আগুন এবং ভাঙচুর চালিয়েছে।