Date : 2024-04-20

আর্মি দিবসে এই প্রথম প্যারেডে নেতৃত্ব দেবেন মহিলা ক্যাপ্টেন

ওয়েব ডেস্ক: ১৫ জানুয়ারি আর্মি দিবসের প্যারেডে এই প্রথম নেতৃত্ব দিতে চলেছেন কোন মহিলা। ভারতীয় সেনাবাহিনীর কোর অব সিগন্যালস-এর ক্যাপ্টেন তানিয়া শেরগিলকে এই প্রথম ‘প্যারেড অ্যাডজুট্যান্ট’ হিসাবে স্যালুট করতে চলেছে গোটা দেশ। ২০১৭ সালে চেন্নাইয়ে তিনি কোর অব সিগন্যালস-এর ক্যাপ্টন হিসাবে নিযুক্ত হন। এর আগে তাঁর পরিবারের তিন প্রজন্ম দেশের সুরক্ষার কর্মে নিযুক্ত ছিলেন। সেই ঐতিহাসিক প্যারেড ১৪৪ জন পুরুষ সেনা অফিসারকে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। বাবা ছিলেন গোলাবাহিনীর সদস্য, দাদু সাঁজোয়া বাহিনীর সদস্য আর দাদুর বাবা ছিলেন শিখ রেজিমেন্টের পদাতিক বাহিনীর জওয়ান।

দাদু সাঁজোয়া বাহিনীর সদস্য আর দাদুর বাবা ছিলেন শিখ রেজিমেন্টের পদাতিক বাহিনীর জওয়ান। গত বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পুরুষ বাহিনীকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী। কিন্তু সেনা দিবসের প্যারেডে এখনও কোনও মহিলা অফিসার প্যারেডের নেতৃত্ব দেননি। সেই প্রথা ভাঙতে চলেছেন ক্যাপ্টেন তানিয়া।

প্রাণভিক্ষা চেয়ে কসাইয়ের পায়ে পড়ল গর্ভবতী গরু, ভাইরাল ভিডিও

১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ব্রিটিশ ভারতের সর্বশেষ ব্রিটিশ কম্যান্ডর স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। সেই ঘটনাকে স্মরণ করতে প্রতিবছর এই দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।

দিল্লির কারিয়াপ্পা নামে যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেখানে সেনা দিবস উপলক্ষে প্যারেড হয়। চলে সামরিক প্রদর্শনী। বেশ কয়েক বছর ধরেই সেনা বাহিনীতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া শুরু হয়েছে। যুদ্ধ বিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন মহিলা অফিসাররা। এর আগে ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন এক মহিলা অফিসার। নজির তৈরি হয়েছিল সে বার। গত বছরও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী। এবার আর্মি দিবসেও সেই গৌরবের সাক্ষী হবেন এক মহিলা, ক্যাপ্টেন তানিয়া শেরগিল।