কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন এক চিনা যুবতী। রবিবার রাতে ওই যুবতীর স্বাস্থ্য পরীক্ষা করার পর চিকিৎসকরা করোনা ভাইরাসের আশঙ্কা প্রকাশ করেন। এরপরেই তাকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে প্রাথমিক পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের জীবানু মেলেনি। সূত্রের খবর, কয়েকমাস আগে তিনি চিন থেকে ভারতে ভ্রমণের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ২৪ জানুয়ারি তিনি কলকাতায় এসে পৌঁছানোর পর তার জ্বর আসে।
সাধারণ ওষুধে জ্বর না কমায় তাকে করোনা ভাইরাসের আশঙ্কায় বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তবে হাসপাতাল সূত্রের খবর, চিনা যুবতীর জ্বর থাকলেও শ্বাসকষ্টের সমস্যা নেই। তবে আরও একটি আশঙ্কা তৈরি হয়েছে। ওই চিনা যুবতী ইন্দোনেশিয়া সহ আরও বিভিন্ন জায়গা ঘুরে কলকাতা এসেছেন। সেখান থেকেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তার রক্তের নমুনা পুনের ন্যাশানাল লাইব্রেরি অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলেই বোঝা যাবে ওই যুবতী করোনা আক্রান্ত কিনা। ইতিমধ্যে চিনে করোনার বলি হয়েছেন ৮০ জন।