কলকাতা: সরস্বতী পুজোর দিন কোন পরীক্ষা রাখা যাবে না, এমনটাই জানালো রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রীর বার্তা পেয়ে তড়িঘড়ি দিন বদল করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার। পরীক্ষাটি নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি। পঞ্জীকা মতে, এ বছর ২৯ ও ৩০ জানুয়ারি মোট ২ দিন সরস্বতী পুজোর দিন রয়েছে।
২৯ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা পিছনোর আবেদন করে শিক্ষামন্ত্রীর কাছে একের পর এক আবেদন আসতে থাকে। শেষে শিক্ষামন্ত্রী ট্যুইট করে সরস্বতী পুজোর দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন। উচ্চশিক্ষা দফতরের এই নির্দেশ আসার পরেই বদলে দেওয়া হয় পরীক্ষার দিন ও সময়সূচী।