ওয়েব ডেস্ক: জাতীয় সুরক্ষা আইন বা ন্যাশানাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় এলো দিল্লি। লেফটেন্যান্ট গর্ভনর অনিল বাইজাল দিল্লির পুলিশ কমিশনরকে এই ক্ষমতা প্রদান করেছেন। ১৯ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যে কোন ব্যক্তিকে অভিযোগ ছাড়াই আটক করা যাবে। এমনকি আটককে ১০ দিন পর্যন্ত কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জানানো হবে না। জাতীয় সুরক্ষা আইন ১৯৮০-র ৩ ধারার ৩ নং উপধারা (সাব-সেকশন) এবং ২ ধারার (খ) দফা অনুসারে লেফটেন্যান্ট গভর্নর এই নির্দেশ দিয়েছেন।
আটক ব্যক্তি হাইকোর্টের অ্যাডভাইজারি বোর্ডে আবেদন করতে পারবে কিন্তু সেই আবেদন কেন আইনজীবী ছাড়াই করতে হবে। প্রসঙ্গত, গত ১ মাস ধরে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ, মিছিল চলছেই। এরমধ্যেই এই নতুন আইন পাস করলেন দিল্লির লেফট্যানেন্ট গভর্মেন্ট। দিল্লি পুলিশের পক্ষ থেকে এটি রুটিন অর্ডার বলে জানানো হয়েছে। এ বিষয়ে অবশ্য দিল্লি পুলিশের বক্তব্য, এই ধরনের নির্দেশ প্রতি ত্রৈমাসিকে জারি করা হয়ে থাকে, এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো যোগ নেই।