Date : 2024-04-25

মাঘেই থমকে শীত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ওয়েব ডেস্ক: মাঘের শুরুতেই গায়েব শীতের আমেজ। সপ্তাহের শুরুতেই শহরের তাপমাত্রা পৌঁছালো ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। শেষ মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অনেকটাই ব্যাকফুটে শীতের আমেজ। তবে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর্দ্রতার পরিমান বাড়ায় ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে অবশ্য পশ্চিমী ঝঞ্ঝার কারণে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জেরে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।

জাতীয় সুরক্ষা আইনের আওতায় দিল্লি, গ্রেফতারিতে ক্ষমতা বাড়ল পুলিশের

প্রসঙ্গত, মকর সংক্রান্তির দিন থেকেই ক্রমশ বদলাতে শুরু করেছে শীতের ছবি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে ক্রমশ বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মাঘের শুরুতেই শীত শেষ ইনিংস চলছে বলেই মত আবহাওয়াবিদদের। এর ফলে দিনেবেলায় গরম পোশাক না লাগলেও রাতে কিছুটা শীত অনুভব করা যাচ্ছে। আগামী বেশ কয়েকদিন এভাবেই দিন রাতের তাপমাত্রার হেরফের হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। চলতি মাসের শেষেই সরস্বতী পুজো। সেই সময় শীতের রেশ আদৌ থাকবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমী ঝঞ্ঝা কাটলে বসন্তের আমেজেই বাগদেবীর আরাধনা হবে দক্ষিণবঙ্গে এমনটাই মনে করছে শহরবাসী।