ওয়েব ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়েন্টের। এনবিএ-র সর্বকালীন সেরা ব্রায়েন্ট ও তাঁর ১৩ বছরের কন্যা জিয়ানের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারে থাকা আরও ৭ জনকেও বাঁচানো যায়নি। একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রবল কুয়াশার কারণে কালাবাসের উপর ভেঙে পড়ে বিমানটি। লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানিয়েছেন, কপ্টারে ৯ জন ছিলেন – একজন পাইলট ও ৮ জন যাত্রী।
যেখানে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেটি অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় উদ্ধারকাজে বেশ কয়েকদিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন এলএ কাউন্টি করোনার্স অফিস। অন্যান্যদের ভিড় এড়াতে ঘটনাস্থলে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার দিন রবিবার সকাল ৯.০৬-এ জন ওয়েন বিমানবন্দর থেকে ছাড়ে Sikorsky S-76B কপ্টারটি। ডজার স্টেডিয়াম পেরিয়ে বোয়েল হাইটসের দিকে পৌঁছতেই কপ্টারটিতে সমস্যা দেখা দেয়। এরপরেই কপ্টারটি ভেঙে পড়ে কপ্টারটি এবং তাতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ৫৬ জন দমকল কর্মী পৌঁছায়। কপ্টারে প্রচুর পরিমানে ম্যাগনেশিয়াম থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। ১৮ বছর বয়সেই সবার নজরে আসেন কোবে ব্রায়ান্ট। ২০ বছর লস এঞ্জেলেস লেকার্সের হয়ে খেলেছেন তিনি। তার মধ্যে ১৮ বছরই অল-স্টার টিমে খেলে পাঁচবার NBA চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে।