ওয়েব ডেস্ক : ‘তিনি ভারত রত্ন সম্মানের থেকেও অনেক ওপরে’।মহাত্মা গান্ধীকে ভারত রত্ন দেওয়া প্রসঙ্গে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। মহাত্মা গান্ধীকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি পিটিশন দায়ের করেছিলেন এক ব্যক্তি।সেই পিটিশনের জবাবেই বিচারপতি বোবদে জানান, কোর্ট এবিষয়টি গ্রহণ করছে এবং তার নিজের মতামত ব্যক্ত করছে।তবে এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারের কাছেই আবেদন জানানোর কথা জানান বিচারপতি।
তবে এর পাশাপাশি বিচারপতি জানান ‘মহাত্মা গান্ধী ভারত রত্নের থেকেও অনেক উচুতে।তিনি মানুষের মনে অনেক উচুতে বাস করেন। সেই মহাত্মা গান্ধীর জন্য ভারত রত্ন কি? এছাড়াও ওই ব্যক্তিকে তিনি জানান, ‘ আপনার ভাবাবেগের সঙ্গে আমরা একমত, কিন্তু আমরা এই পিটিশন গ্রহন করতে পারব না।আপনি এটা সরকারের সামনে তুলে ধরতে পারেন’।
২০১৯ এ ২ রা অক্টোবর গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় দেশজুড়ে।ওই দিনটিকে সারা দেশে জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়।এর পাশাপাশি অহিংস দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে।