ওয়েব ডেস্ক: নির্ভয়াকাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড প্রদান নিয়ে সব জল্পনার অবসান, শুক্রবার দিল্লি কোর্ট পুনঃরায় মৃত্যুদণ্ডের নির্দেশ জারি করল। আদালতের নির্দেশ অনুসারে, ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি দেওয়া হবে। প্রসঙ্গত, নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ দোষীর মধ্যে একজন মুকেশ কুমার সিং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। যদিও রাষ্ট্রপতি তার আবেদন খারিজ করে দেন। নিয়ম অনুসারে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যাওয়ায় ১৪ দিনের মধ্যে ফাঁসি হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত দোষীর। সেই অনুযায়ী ফাঁসি পিছিয়ে হয় ১ লা ফেব্রুয়ারি। একাধিক আইনি জটিলতার কারণে ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড পিছিয়ে যায়, যা নিয়ে হতাশা প্রকাশ করেন নির্ভয়ার মা আশা দেবী। ওইদিনই আবার কেন্দ্রীয় বাজেট। দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের দিকেও নজর থাকবে সবার। ফলে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলেছেন দেশবাসী।