Date : 2024-05-08

বছরে দুবারের ভাবনা সিবিএসই -র

নাজিয়া রহমান, সাংবাদিক: পড়ুয়াদের উপরে চাপ কমাতে এবার বছরে দুবার বোর্ড পরীক্ষা নেওয়ার পরিকল্পনা সিবিএসই-র। সূত্র মারফত জানা গেছে, বছরে একবার নয়, এবার দু’বার বোর্ডের পরীক্ষা নিতে চাই সিবিএসই বোর্ড কর্তারা। এই নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকও। জানা গেছে দুবার পরীক্ষা নেওয়া শুরু হতে পারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই।৷ কেন্দ্রীয় সরকার সিবিএসইকে বছরে ২ বার পরীক্ষা নেওয়া যাতে যায় সেনিয়ে চিন্তাভাবনা করার কথা জানিয়েছে। সেই মত চলছে পরিকল্পনা।

বোর্ড কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসই অন্তর্ভুক্ত স্কুলগুলির প্রিন্সিপ্যালদের সঙ্গেও এনিয়ে কথাবার্তা সেরে নিতে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ২০২০ সালের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পঠনপাঠন ও পরীক্ষা ব্যবস্থায় নতুন নিয়মকানুন লাগু হবে। এই নীতি অনুসরণ করে চলছে পাঠ্যক্রম সাজানোর কাজ। সূত্রের খবর, সিবিএসই-র কারিক্যুলামে আসছে একাধিক বদল। পাঠ্যক্রমের পাশাপাশি এবার পরীক্ষা ক্ষেত্রেও বদল আনার পরিকল্পনা করা হচ্ছে। বছরে দুবার পরীক্ষার আয়োজন করা হলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মত শিক্ষকমহলের একাংশের। তাঁদের মতে পরীক্ষার্থীদের এতে পরীক্ষার প্রস্তুতিও যেমন ভালো হবে পরীক্ষার ফলও তেমন ভালো হবে। তবে সম্পূর্ণ বিষয়টি এখন আলোচনার স্তরে রয়েছে।

আরো পড়ুন: জয়েন্ট পরীক্ষায় বিশেষ ব্যবস্থা