Date : 2024-04-18

সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরালা

ওয়েব ডেস্ক : সিএএ নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম  কোর্টে যাচ্ছে কেরালা।সংবিধানের ১৩১ নম্বর ধারাকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে যাচ্ছে কেরালার রাজ্য সরকার।সংবিধানের ১৩১ নম্বর ধারা সুপ্রিম কোর্টকে কেন্দ্র এবং একাধিক রাজ্যের মধ্যে হওয়া বিবাদ এর মীমাংসা করার ক্ষমতা প্রদান করে।

আরও পড়ুন : সন্ত্রাসবাদীদের সঙ্গেই রাষ্ট্রপতি পদকপ্রাপ্তের জেরা চলছে

অভিযোগে বলা হয়েছে কেন্দ্রের এই নতুন বিল সংবিধানের আর্টিকেল ১৪, ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদের ওপর আঘাত হানে।এর আগেও কেরালার বিধানসভায় সিএএ এর বিরুদ্ধে যৌথভাবে প্রস্তাব পাশ করে লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট।এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি মিলিয়ে মোট ৬০ টি পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে।যার শুনানী হতে চলেছে ২২ শে জানুয়ারী।কেন্দ্রের সিএএ আইনকে বৈষম্যমূলক দাবি করে সারা দেশ সহ কেরালাতেও এই বিলের বিরোধিতায় নামে সাধারন মানুষ।