ওয়েব ডেস্ক : গাড়ির টায়ারে আটকে গেল কুকুরের মাথা।সেই গাড়ির চাকা থেকে কুকুরের মাথা বের করতে গিয়ে কালঘাম ছুটল দমকলের।ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়াতে।যেখানে গাড়ির একটি চাকাতে আটকে যায় ছোট্ট একটি কুকুরের মাথা। সেই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে প্রাণী দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়।তারা এসে কুকুরটি তেল মাখিয়ে সেটিকে চাকার রিমের মধ্যে থেকে বের করার চেষ্টা করে।
কিন্তু তারা এই কাজে অসমর্থ হলে কুকুরটির উদ্ধারের জন্য দমকলকে ডাকতে বাধ্য হয়।দমকল এসে যন্ত্র দিয়ে চাকার রিম কেটে সেই কুকুরটিকে উদ্ধার করে।এই ঘটনার ছবি প্রকাশ করা হয় টুইটারে।যা প্রকাশ পেতেই ইন্টারনেটে ভাইরাল হয়ে ওঠে ভিডিওটি।