ওয়েব ডেস্ক : একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছিল।আইপিএল থেকে বিসিসিআই এর চ্যালেঞ্জার ট্রফি।কোনটিতেই সুযোগ পাননি মনোজ তিওয়ারি।তবে হাতে ছিল রঞ্জি ট্রফি।আর সেই ট্রফিতেই নিজের সব উপেক্ষার জবাব দিলেন মনোজ।হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন কল্যাণীতে।৪১৪ বলে ৩০৩ রান হাঁকালেন জাতীয় দলের এই প্রাক্তন তারকা।রবিবার পর্যন্ত মনোজের রান ছিল ১৬৫।
সোমবার সকাল থেকেই দাপুটে ব্যাটিং করতে শুরু করেন তিনি।দিনের শেষে বাংলার রান দাড়িয়েছিল ৫ উইকেটে ৩৬৬।ইদানিং বিভিন্ন কারণবশত সংবাদমাধ্যমের নজর কাড়ছিলেন মনোজ।তারওপর আইপিএলে দল না পাওয়ায় অনেকটাই ব্যাকফুটে ছিলেন তিনি।তবে ব্যাট হাতে মনোজের এই কীর্তি তাঁকে ফের নিলে এল শিরোনামে।