Date : 2024-04-19

জম্মু কাশ্মীরে সমস্ত ধরনের নিষেধাজ্ঞার পর্যালোচনা এবং প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : ইন্টারনেট বন্ধ নিয়ে এবার সুপ্রিম কোর্ট ৭ দিনের মধ্যে পর্যালোচনার নির্দেশ দিল কেন্দ্রকে।জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে ইন্টারনেটের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।কেন্দ্রের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন টাইমস কাশ্মীরের সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ।সেই পিটিশনের শুনানিতে বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি এবং বি আর গাভাই এর ডিভিশন বেঞ্চ জানান, অর্নিদিষ্টকালীন ভাবে ইন্টারনেট বন্ধ করা টেলিকম আইনের পরিপন্থী।

আরও পড়ুন : পুলিশের খাতায় কলকাতা নিরাপদ, কিন্তু শিশুরা?

সাত দিনের মধ্যে তা নিয়ে কেন্দ্রকে পর্যালোচনার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।সুপ্রিম কোর্ট জানায়,‘তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ইন্টারনেট, এবং মত প্রকাশের অন্যতম অঙ্গ এটি’।সুতরাং এ বিষয়ে দ্রুত পর্যালোচনার করতে হবে’।বিচারপতিরা জানিয়েছেন, ‘১৪৪ ধারার বারংবার ব্যবহার ক্ষমতার অপব্যবহার’।এছাড়াও ভিন্ন মতবাদকে দমন করতে ১৪৪ ধারার ব্যবহার নিয়েও প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ।তাছাড়া ১৪৪ ধারার অধীনে যে সমস্ত নিষেধাজ্ঞার নির্দেশ রয়েছে তা প্রকাশ করারও নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়।