ওয়েব ডেস্ক : দুটি পৃথক ঘটনায় জম্মু-কাশ্মীরে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। বাদগাম এবং পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া, গান্ডেরবাল জেলায় এক লস্কর-ই-তোইবা জঙ্গি নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাদগাম জেলার বেরহামপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্ডন-অ্যান্ড-সার্চ অর্থাৎ এলাকা ঘিরে তল্লাশি অপারেশন চলছিল। আগাম খবর ছিল, ওই জায়গায় জঙ্গিরা গা-ঢাকা দিয়ে আছে। জঙ্গিদের ডেরার কাছাকাছি পৌঁছাতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চলতে থাকে। নিরাপত্তা বাহিনীও পালটা জবাব দেয়।
জঙ্গি ঘাঁটির দিক থেকে গুলির আওয়াজ থামতে নিরাপত্তাকর্মীরা গিয়ে দেখতে পান, একজন মরে পড়ে রয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার পুলওয়ামা জেলার কুলত্রা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় এক সন্ত্রাসবাদীর মৃ্ত্যু হয়েছে। এছাড়া, মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলায় পুলিশ তারিক গানাই নামে এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে। সে উপত্যকায় ঘাপটি মেরে-থাকা জঙ্গিদের অস্ত্রশস্ত্র-গুলিবারুদ সরবরাহ করত।