Date : 2024-04-28

বিদায় উইন্ডোজ সেভেন, মিলবে না আর কোন আপডেট

ওয়েব ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলাচ্ছে।বদলে আসছে আরও নতুন কিছু।যেমনটা বদলাচ্ছে মাইক্রোসফট্।জানুযারীর ১৪ তারিখ থেকে মাইক্রোসফট্ বন্ধ করতে চলেছে উইন্ডোজ সেভেনের সমস্ত রকমের আপডেট।অর্থাৎ এই দিনের পর থেকে আর সিকিউরিটি আপডেট সহ কোন কিছুই আর মিলবে না মাইক্রোসফটের তরফে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উইন্ডোজ ১০ এর ওপরই তারা জোর দেবে ভবিষ্যতে।

আরও পড়ুন: ইউক্রেনের বিমান ধ্বংস করেছে ইরান, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশের পর স্বীকার ইরানের

যাদের বর্তমানে উইন্ডো সেভেনের অরিজিনাল ভার্সন রয়েছে তারা ওয়েবসাইটে গিয়ে ফ্রি ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ ১০ সফটওয়্যার।তবে ফ্রি ডাউনলোড করার থেকে উইন্ডোজ ১০ এর নতুন ভার্সন কিনে নেওয়ার কথাই জানানো হয়েছে সংস্থার তরফে।