Date : 2024-04-26

ইউক্রেনের বিমান ধ্বংস করেছে ইরান, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশের পর স্বীকার ইরানের

ওয়েব ডেস্ক: ইউক্রেনের বিমান ধ্বংসের কারণ অবশেষে দায় স্বীকার করল ইরান।কাসেম সুলেইমানির হত্যাকান্ড নিয়ে এমনিতেই সরগরম ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।তারওপর ইরানে ইউক্রেনের বিমান ভেঙে পড়া নিয়ে সেই চাপ আরও বাড়ে।বিমান ভেঙে ১৭৬ জন যাত্রী সহ ৯ জন বিমানকর্মীও প্রাণ হারান।বিমান ভেঙে পড়া নিয়ে এতদিন চুলচেরা বিশ্লেষন চললেও কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন : বাইকে সওয়ার সারমেয় মাথায় পরেছে হেলমেট, ভাইরাল ভিডিও

তবে একটি ভিডিও প্রকাশ হতেই বেরিয়ে পড়ল আসল তথ্য।ভিডিওটিতে দেখা যাচ্ছে মিসাইল হানায় ধ্বংস হয়েছে ইউক্রেনের ওই বিমান।এই ভিডিও প্রকাশের পর পরই ইরানের জাতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অনিচ্ছাকৃত ভুলের কারণে ইরানের মিলিটারি গুলি করে বিমানটিকে নামিয়েছে।তেহরান বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষনের মধ্যেই বিস্ফোরন ঘটে ইউক্রেনের ওই বিমানটিতে।ঘটনায় দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জাফরি।