Date : 2024-04-26

নোট চিনতে দৃষ্টিহীনদের জন্য অ্যাপ আনল রিজার্ভ ব্যাঙ্ক…

ওয়েব ডেস্ক: দেশ এখন সব ক্ষেত্রেই ডিজিটাইজেশনের পথে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্লাস্টিক মানি ও অ্যাপের ব্যবহার অনেক বেশি বেড়েছে। সেই সূত্র ধরেই দৃষ্টিহীনদের নোট চেনার জন্য বিশেষ অ্যাপ আনল রিজার্ভ ব্যাঙ্ক। ‘মানি’, অর্থাৎ মোবাইল এডেড নোট আইডেনটিফায়ার, এই বিশেষ অ্যাপের মাধ্যমে নোট স্ক্যান করে দৃষ্টিহীন ব্যক্তিরা নোট চিনতে পারবেন। দৃষ্টিহীনরা স্পর্শ করে নোট চেনেন। কিন্তু বাজারের নতুন নোট আসায় চিনতে বেশ সমস্যা হচ্ছে তাদের। নতুন নোটের আকার আকৃতি অনেকটাই আলাদা। অ্যাপ নির্মাণকারী সংস্থার পক্ষে জানান হয়েছে, দৃষ্টিহীনদের ব্যবহারের সুবিধার জন্য টাচ বোতামটি বড় রাখা হয়েছে।

বাইকে সওয়ার সারমেয় মাথায় পরেছে হেলমেট, ভাইরাল ভিডিও

এছাড়া অ্যাপটি ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। নেটওয়ার্ক বিহীন এলাকাতেও অ্যাপটি ব্যবহার করা যাবে।আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ‘অ্যাপের মাধ্যমে নোট স্ক্যান করলে, হিন্দি এবং ইংরেজি, দুই ভাষাতেই নোট সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি প্লে স্টোর, অ্যাপেল স্টোর থেকে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে শুধু যে নোটের আর্থিক মূল্য জানা যাবে তাই নয়, নোট জাল হলেও এই অ্যাপের মাধ্যমে বোঝা যাবে। অ্যাপটির মাধ্যমে দৃষ্টিহীনরা ভীষণ উপকৃত হবেন।