Date : 2024-03-19

মেলেনি ছাড়পত্র, থমকে টালা ব্রিজ লেভেল ক্রসিং তৈরির কাজ

কলকাতা: টালা ব্রিজের লেভেল ক্রসিং তৈরির চূড়ান্ত ছাড়পত্র এখনো দেয়নি রেলবোর্ড। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে লেভেল ক্রসিং-এর জন্য পূর্ব রেল তরফে চূড়ান্ত ছাড়পত্র আসবে বলে আশাবাদী। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন পূর্ব রেলের এক কর্তা। চূড়ান্ত ছাড়পত্র আসার পরেই ব্রিজ এর পাশে তৈরি করা হবে লেভেল ক্রসিং।

স্টেশনে না থেমে ছুটল ট্রেন! অল্পের জন্য রেহাই পেল আপ শান্তিপুর লোকাল

তবে এখনও পর্যন্ত লেভেল ক্রসিং তৈরি চূড়ান্ত ছাড়পত্র না মেলায় পূর্বনির্ধারিত ১৮ জানুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল। সেই কারণেই পিছিয়ে যাচ্ছে টালা ব্রিজ ভাঙার তারিখও। এদিকে টালা ব্রিজের বেহাল দশার কারণে পুজোর সময় থেকেই বন্ধ করে দেওয়া হয় ভারী যান চলাচল। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করা হবে। তবে রেল রাজ্য জটের কারণে এখনও পর্যন্ত ব্রিজ ভাঙার কাজ এগোয়নি।