Date : 2024-04-19

#Breaking_Newsসিগন্যাল সিস্টেমের মেরামতির জন্য শিয়ালদহ মেন শাখায় ৩০০ ট্রেন বাতিল….

ওয়েব ডেস্ক: সয়ংক্রিয় সিগন্যাল সিস্টেমের মেরামতির জন্য আগামী ৮ দিনে শিয়ালদহ মেন শাখায় ৩০০টি ট্রেন বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে। রেল সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি রবিবার থেকে কাজ শুরু হবে শেষ হবে ১৬ তারিখ পর্যন্ত চলবে সয়ংক্রিয় সিগন্যালে মেরামতের কাজ। কাজ চলাকালীন সমস্যা শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল সম্ভব নয়। কাজ শেষ হলে ফের পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই আটদিনে আপ ও ডাউন মিলিয়ে ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল বাতিল থাকবে।

সাইকেলে ধাক্কা দেওয়ায় বেধড়ক মার, আরোহীর মৃত্যু হল এসএসকেএম হাসপাতালে

এই সময়ের মধ্যে আপ ও ডাউন লাইনের কলকাতা সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-জসিডি প্যাসেঞ্জারকে দমদম-ডানকুনি পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর। সিগন্যাল সিস্টেমের মেরামতির জন্য সমস্যার কথা মাথায় রেখে এবার আগেভাগেই ব্যবস্থা নিল রেল। শুক্রবার পূর্ব রেলের জনসংযোগ বিভাগের সূত্রে খবর আসতেই শিয়ালদহ মেন লাইনেল প্রতিটি স্টেশনে ট্রেন বাতিলের কথা ঘোষণা করে দেওয়া হয়। এরফলে যাত্রীদের সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। কিছুদিন আগে বিনা নোটিসে ট্রেন বাতিলের ঘটনায় তীব্র যাত্রী বিক্ষোভ শুরু হয়। দফায় দফায় স্টেশন ভাঙচুর করা হয়। ঘটনার যাতে পুনঃরাবৃত্তি না ঘটে তার জন্য আগে থেকে নিত্যযাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে।