ওয়েব ডেস্ক: রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতার কারণে এক মহিলার গায়ে ধাক্কা লেগে যায়। আরোহী কেন ঠিক মতো বেল বাজায়নি, এই নিয়ে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত মহিলার স্বামী বেধড়ক মারধর শুরু করে মহিলাকে। এই ঘটনার আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু হল যুবকের। পুলিশ সূত্রে খবর, ওই সাইকেল আরোহীর নাম বিকাশ মাঝি। নিমতার বিশরপাড়ার বাসিন্দা একটি ওষুধের দোকানে কাজ করতেন।
ঘটনার পর যুবকের পরিবারের তরফ থেকে মামলা দায়ের করা হয়। তবে ইতিমধ্যেই যুবকের মৃত্যু হয়েছে। এরফলে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চলেছে পুলিশ। শুক্রবার সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয় এসএসকেএম হাসপাতালে। এরপরেই অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি সন্ধের সময় ছেলেকে সাইকেলে করে ওই অঞ্চলে দিয়ে যাচ্ছিলেন। প্রতিবেশী দুই মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। সেই সময় আচমকাই সাইকেলে ধাক্কা লাগে এক মহিলার। সাইকেল আরোহী কেন বেল বাজাননি এই নিয়ে বচসা শুরু হয়। প্রতিবাদ করায় যুবকের উপর চড়াও হন ওই মহিলার স্বামী। চলে বেধড়ক মারধর। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে ওই যুবকের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দেখান তারা। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। তদন্ত শুরু করেছেন তারা।