Date : 2024-04-24

উন্নয়নেই আস্থা দিল্লিবাসীর

ওয়েব ডেস্ক : উন্নয়নের ওপরেই আস্থা রাখল দিল্লিবাসী।দিল্লি কার দখলে থাকবে সেই নিয়ে কিছুটা আভাস আগে থেকেই ছিল।তবে উন্নয়নের পাশাপাশি এবারের নির্বাচনে জাতীয়তাবাদ, দেশভক্তি, সিএএ, এনআরসির বিষয়গুলিও অন্যতম বিষয় হয়ে দাড়িয়েছিল এবারের নির্বাচনে।কিন্তু সেসব ভাবনা থেকে সরে এসে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের একমাত্র লক্ষ্য ছিল উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে যাওয়া।আর সেই উন্নয়নের ওপরে ভর করেই এবাররের বৈতরণী কার্যত পেরিয়ে যাওয়ার পথে কেজরিবাল সরকার।সকাল থেকে গণনা শুরুর হতেই আপের জয়জয়কার।এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে দিল্লিতে প্রায় ৫৫ র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।অনেকটাই পিছনে বিজেপি থাকলেও কংগ্রেস কার্যত শূন্য হয়ে গিয়েছে এইবারের বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন : সরকারী চাকরিতে সংরক্ষন মৌলিক অধিকার নয় জানাল সুপ্রীম কোর্ট

এবারের ভোটে আপের প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি।নির্বাচন উপলক্ষ্যে ধর্মীয় মেরুকরনের মাধ্যমে ফায়দা তোলার চেষ্টায় ছিল বিজেপি।এমনকি শাহিনবাগে সিএএ এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে কেজরিবালের সমর্থন রয়েছে বলে লাগাতার অভিযোগ তুলে গেছে বিজেপি।তবে সেসবকে সরিয়ে কার্যত মহল্লা ক্লিনিক, দিল্লির অলি-গলিতে মহিলাদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, কার্যত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, দিল্লির মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা পরিষেবা সহ নানান বিষয়ের ওপরেই ভরসা রেখেছে দিল্লির আম জনতা।