Date : 2024-04-20

প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল

ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তাপস পাল।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।সম্প্রতি নিজের মেয়েকে দেখতে মুম্বই গিয়েছিলেন তাপস পাল। সেখান থেকে কলকাতায় ফেরার পথে মুম্বই এয়ারপোর্টে হঠাৎ-ই বুকে ব্যথা অনুভব করেন তিনি।

আরও পড়ুন : নির্ভয়াকাণ্ডে ফের জারি মৃত্যু পরোয়ানা, ৩ রা মার্চ দোষীদের দেওয়া হবে ফাঁসি

বিমানবন্দর থেকে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের জুহু হাসপাতালে।সোমবার ভোর ৪ টে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘দাদার কীর্তি’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় তাপস পালের। এরপর ‘অনুরাগের ছোয়া’, ‘সুরের আকাশ’, ‘চোখের আলো’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।  অভিনয় জগৎ-এ বিশেষ কৃতিত্ব রেখে গিয়েছেন তিনি।তবে ২০০৯ সালে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে নাম জড়িয়ে যায় তাঁর।দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সিবিআই হেফাজতে থাকার পর তিনি মুক্তি পান। এরপর আর রাজনীতির জগতে বিশেষভাবে দেখা যায়নি তাঁকে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। এরপরেই কখনও নিজের বেফাঁস মন্তব্য আবার কখনও আর্থিক দুর্নীতি সহ একাধিক বিতর্কের মুখে পড়েন তিনি।