Date : 2024-04-27

নির্ভয়াকাণ্ডে ফের জারি মৃত্যু পরোয়ানা, ৩ রা মার্চ দোষীদের দেওয়া হবে ফাঁসি

ওয়েব ডেস্ক: ফের নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির দিন বদল হল। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হেয়েছে, আগামী ৩ রা মার্চ মামলায় দোষী সাব্যস্ত চারজনকে ফাঁসি দেওয়া হবে। ৩ রা মার্চ সকাল ৬টায় তিহাড় জেলে ফাঁসি দেওয়া হবে তাদের। এদিন মৃত্যুর পরোয়ানা জারি করেন অতিরিক্ত সেশন জাজ ধর্মেন্দ্র রানা। আসামী মুকেশ কুমার সিংয়ের এক আবেদনে শুনানির পর ওই রায় দেন বিচারক। দোষীদের নয়া মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় খুশি হয়েছে নির্ভয়ার পরিবার। তবে এই দিনক্ষণ চূড়ান্ত কিনা তাই নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্ভয়ার পরিবার।কারণ দোষী সাব্যস্ত পবন কুমারের হাতে এখনও দুটি আইনি পথ রয়েছে। আবার সমস্ত আইনি প্রক্রিয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় ফাঁসির জন্য। সেই হিসেবে পবনের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে দু’দিনের মধ্যে।

সাইতে ট্রায়ালে নামতে চাইছেন না শ্রীনিবাস গৌড়া, কাম্বালাতেই খুশি ‘ভারতের উসেইন বোল্ট’

পবন এই দু’দিনের মধ্যে আবেদন করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। উল্লেখ্য, এর আগেও ২ বার ৪ দোষী সাব্যস্তের মৃত্যু পরোয়ানা জারি করে আদালত। কিন্তু আইনি মারপ্যাঁচে তা কার্যকর করা যায়নি। এদিন তিহার জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়ে দেয়, ৩ আসামী ইতিমধ্যেই তাদের সব আইন প্রক্রিয়া শেষ করেছে। ওই কথা শোনার পরই ফাঁসির দিন ঠিক করে আদালত। যদিও এই মুহুর্তে মানসিক অসুস্থতায় ভুগছে বিনয় শর্মা। এই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া যায় কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি পবন গুপ্তা একমাত্র আসামী যে এখনও পর্যন্ত কোনও কিউরেটিভ পিটিশন দাখিল করেনি। তার কাছে এখনও সুযোগ আছে তার সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করার।