Date : 2024-05-08

Delhi Gang war: গোগি বনাম টিল্লু গ্যাং, আদালত কক্ষে শ্যুটআউটে মৃত কুখ্যাত গ্যাংস্টার

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : এ যেন হিন্দি সিনেমার একফালি দৃশ্য! সরগরম এজলাসে দুই গ্যাংস্টারের দলের মধ্যে চলল পরপর গুলি। ধুন্ধুমার কাণ্ডে গুলিতে রক্তাক্ত হয়ে আদালত কক্ষেই লুটিয়ে পড়লেন কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগি। দিল্লির রোহিণী আদালতে শুক্রবার শুনানি চলছিল ডাকসাইটে অপরাধী জিতেন্দ্রর। সেই সময় আদালত কক্ষে ঢুকে পড়ে তার বিপক্ষ টিল্লু গ্যাংয়ের কয়েকজন। হঠাত্ কানফাটানো গুলির আওয়াজে হুলুস্থল কাণ্ড বেধে যায় রোহিণী কোর্ট চত্বরে। জিতেন্দ্রকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে দুষ্কৃতীরা।

সৌজন্যে সোশ্যাল মিডিয়া
সৌজন্যে – সোশ্যাল মিডিয়া

টার্গেট মিস হয়নি আততায়ীদের। শুক্রবারের গ্যাংওয়ারে গুলিতে মৃত্যু হয়েছে জিতেন্দ্র গোগীর। আহত হয়েছে আরও কয়েকজনের। যাকে ঘিরে এত কাণ্ড, সেই জিতেন্দ্র গোগী আসলে কে? কী-ই বা তার পরিচয়? সূত্রের খবর গোগির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দিল্লি পুলিশ চলতি বছর এপ্রিলে গ্রেফতার করে তাকে। জিতেন্দ্রকে খুন করতে অনেক আগে থেকেই মতলব আঁটছিল টিল্লু গ্যাংয়ের লোকজন। অপরাধ জগতে বরাবরই একে অপরকে টেক্কা দিয়ে এসেছে এই দুই গ্যাং। বহুবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে দলের সদস্যরা। সব মিলিয়ে শুক্রবারের গ্যাংওয়ারের ঘটনায় রীতিমত আতঙ্ক তৈরি হয় রোহিণী আদালত ও তার আশেপাশের এলাকাতে।