Date : 2024-04-24

চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের

ওয়েব ডেস্ক: উহান থেকে ফিরিয়ে আনান হল শতাধিক ভারতীরদের।করনোভাইরাসের সংক্রমন ক্রমশই লাগাম ছাড়া হয়ে উঠেছে।চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যেই করোনাভাইরাসকে সারা বিশ্ব স্বাস্থ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনে ইতিমধ্যেই এই ভাইরাসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২১৩।তবে চিন থেকে আসা ভারতীয়দের সবাই সুস্থ বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে।

আরও পড়ুন :বাজেটে LIC, IDBI শেয়ার বিক্রির ঘোষণা হতেই শেয়ার মার্কেটে ধস

উহান থেকে ৩২৪ জন যাত্রীকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার।তবে ভারতের পাশাপাশি বাংলাদেশ, জাপান ও আমেরিকাও চিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ের ওপর বেশি কিছু নির্দেশিকা জারি করেছে।যার জেরে বেশি কিছুটা ক্ষুব্দ্ধ চিন।তবে করোনা নিয়ে গম্ভীরভাবে উদ্বিগ্ন হওয়ার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিনের রাষ্ট্রদূত।তার বক্তব্য অযথা এই ভাইরাসকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে বিভিন্ন দেশ যেখানে চিনের উপর এইসব মন্তব্যের প্রভাব বাড়ছে।তাই এই ভাইরাস নিয়ে অযথা বেশি আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন তিনি।