Date : 2024-04-24

মুম্বই হামলার মদতদাতা হাফিজ সইদের সাজা হল লাহোর আদালতে

ওয়েব ডেস্ক: সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক সাহায্য দেওয়ার কারণে দুটি পৃথক মামলায় দোষী সাব্যস্ত হলেন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ। অভিযুক্ত হাফিজকে পাঁচ বছর ৬ মাস কারাদন্ড দিল লাহোর সন্ত্রাস দমন আদালত। গত ৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার রায়দানের উপর স্থগিতাদেশ রাখে আদালত। আজ মামলার রায়দানের পর কারাদণ্ডের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করে আদালত। পাকিস্তানের সন্ত্রাস দমন আইনের ১১ এফ ধারায় তাকে সাজা দিল আদালত। বুধবার ওই সাজা ঘোষণা করেন বিচারপতি আরশাদ হুসেন ভাট্টা।

শরীরে করোনার সংক্রমণ! গ্রামবাসীদের বাঁচাতে আত্মঘাতী প্রৌঢ়

মুম্বই হামলার পর লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করে। এতদিন সইদকে গৃহবন্দি করে রেখেছিল পাক আদালত। ভারতের তরফ থেকে মুম্বই হামলার কারিগর হিসাবে সইদের নাম বলার পরেও পাকিস্তানের তরফ থেকে তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পাকিস্তানে থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে টাকা জোগান দিয়ে গেছে সইদ। টাকার জন্য বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান খুলেছিলেন সইদ। গতবছর এই সংক্রান্ত বিষয় পর পর দুটি মামলায় সইদের বিরুদ্ধে লাহোর আদালতে চার্জশিট পেশ করে পাক প্রশাসন। ৬ ফেব্রুয়ারি শুনানি শেষ হয় আদালতে। এরপর আজ তাকে শাস্তি দেয় লাহোর সন্ত্রাসদমন আদালত।