ওয়েব ডেস্ক: ভালোবাসার দিনে সম্পর্কের সমীকরণের ছবি ‘লাভ আজ কাল’ মুক্তি পেয়েছে। ছবির শ্যুটিং-এ কিছুদিন আগেই হিমাচল প্রদেশে গিয়েছিলেন ছবির দুই অভিনেতা কার্তিক আরিয়ান ও সারা আলি খান। সেখানেই স্থানীয় কিছু যুবকের সঙ্গে হালকা মেজাজে ফুটবল খেলায় মেতেছিলেন কার্তিক আরিয়ান। হঠাৎ সেখানে এসে হাজির হন সারা। ওমনি স্থানীয় ওই ছেলেরা কার্তিকের উদ্দেশ্যে বলতে শুরু করেন, ‘কার্তিক ভাইয়া ভাবি আ গ্যায়ি’।
বিষয়টা শুনে কিছুটা লজ্জা পেয়ে হাসতে শুরু করেন কার্তিক। অন্যদিকে সারা প্রশ্ন করতে থাকেন, ‘কে আমাকে ভাবি (বৌদি) বলত বললো?’ সারা প্রশ্ন করতে করতে এগিয়ে যান যুবকের দিকে। ১৩ ফেব্রুয়ারি এমনই একটি ভিডিও শেয়ার করেন।
ক্যাপশানে লিখেছেন,’Bhabhi kisko bola’ (বৌদি কাকে বলছো?)। যদিও ‘লাভ আজ কাল’ ছবির শ্যুটিং চলাকালীন বলিউডে কার্তিক ও সারার সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছড়ায়। তবে সম্প্রতি সারাকে এবিষয়ে প্রশ্ন করা হলে সাফ জানান, তিনি এই মুহূর্তে কারোর সঙ্গে সম্পর্কে নেই। আপাতত শুধুই কেরিয়ারে মন দিতে চান। কাজ ছাড়াও সারা কার্তিকের মধ্যে কোন ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা সেই বিষয় ভবিষ্যতেই জানা যাবে।