কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে খাস কলকাতার বাড়িতে আগুন লাগল। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছে গেছে। স্থানীয় সূত্রে খবর, বহুতলটি শ্যুটিং স্পট হিসাবে ভাড়া দেওয়া হত। বৃহস্পতিবার বাড়িটি ফাঁকা ছিল বলে জানা গেছে। দুপুরে সেখানে হঠাৎ-ই আগুন লেগে যায়। বাড়িটি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে একটি জনপ্রিয় সপিং মল। আগুন লাগার খবর পৌঁছাতেই যুদ্ধকালীন তৎপরতায় তা নেভানো হয়।
এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের মতে, আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। খালি করে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়ি। আগুন লাগার ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বাড়িটিতে আগুন লেগেছে। যদিও এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোন প্রমান মেলেনি। আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।