ওয়েব ডেস্ক: শীতের আমেজ শেষ হয়নি তার মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে স্যাঁতস্যাঁতে বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। ক্যালেন্ডারের পাতায় তারিখ মেনে ১৪ ফেব্রুয়ারি গুটি গুটি পায়ে এগিয়ে আসলেও শীতের চাদর মুড়ি দিয়ে বসন্ত কিন্তু এখনও ঘুমন্ত। চলছে ভালোবাসার দিনটিকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে এক একটি ‘ডে’ সেলিব্রেশনে ব্যস্ত সকলেই। প্রেমিক যুগলের উষ্ণতা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। প্রপোজ ডে উপলক্ষে পুনে পুলিশের তরফে ট্যুইটারে একটি মজাদার পোস্ট শেয়ার করা হয়েছে।
যদিও মজাদার পোস্ট করার জন্য তারা বিখ্যাত। পোস্টে লেখা হয়েছে “আরে পুনেকারস, আপনারা কি সকলেই ওয়াইফাই? আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত বোধ করছি।” প্রোপজ ডে-তে শহরের সুরক্ষাবাহিনীর নাগরিকদের সঙ্গে সংযুক্ত থাকার এমন অভিনব পোস্ট মুগ্ধ করেছে নেটিজেনদের।
পোস্টের কমেন্ট সেকশনে জনৈক ট্যুইটার ব্যবহার কারি মজা করে মন্তব্য করেছেন “বাস কারো ইয়ার পেয়ার হো যায় গা”। ভালোবাসার সপ্তাহে নাগরিকদের সুরক্ষায় সদা জাগ্রত পুনে পুলিশের এমন খোলামেলা ট্যুইট খুশি নেটিজেনদের।