নাজিয়া রহমান, সাংবাদিক : চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে এ বছরের মাদ্রাসা পরীক্ষার ফলাফল। ৩ মে প্রকাশিত হবে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফল। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হবে। ৩রা মে পর্ষদের তরফে দুপুর ২টোয় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে।ওই দিন দুপুর আড়াইটে থেকে অনলাইনে ওই ফল দেখার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা শুরু হয়েছিল ১ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ।
এ বছর প্রায় ৬৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো চলতি বছর মাদ্রাসা বোর্ডের পরীক্ষার সময়সূচীও পরিবর্তন করা হয়েছিল।মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়ে করা হয় ৯.৪৫ মিনিট থেকে ১টা।প্রশ্নপত্র দেওয়া হয় বেলা ৯ টা ৪৫ থেকে এবং পরীক্ষা শুরু হয় বেলা ১০টায়। বেলা ১টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফল। পরীক্ষার্থীরা যে সমস্ত ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন, www.wbbme.org, www.wbresults.nic.in কিংবা www.exametc.com এ ছাড়াও মোবাইল অ্যাপ কিংবা এসএমএস পরিষেবার মাধ্যমেও ফলাফল জেনে নেওয়া যাবে।
আরো পড়ুন: শনিবার ISL ফাইনাল। টিকিট কবে থেকে পাবো, কোথায় পাবো