নাজিয়া রহমান, সাংবাদিক : বর্তমান সমাজে যে কোন বিষয় নিয়ে কিছুটা জ্ঞান থাকা আবশ্যিক। পরিবেশ, ভূগোল বা বিজ্ঞান কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা। জীবনে চলার পথে এই ধরনের বিষয়গুলির প্রতি ছাত্রছাত্রীদর কিছুটা ধারনা থাকা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞ মহলের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আসন্ন শিক্ষাবর্ষে একাধিক নতুন বিষয় যুক্ত করেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। তার মধ্যে নতুন একটি বিষয় হল ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং।’ এই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে উচ্চ মাধ্যমিকের কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা। উচ্চমাধ্যমিকে নয়া সংযোজিত এই বিষয়ের পাঠ্যক্রমে থাকছে পরিবেশ বিজ্ঞান,মনোবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একাধিক বিষয়। এখন প্রশ্ন উচ্চ মাধ্যমিকে কেন এই বিষয়টি? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে, বর্তমান সমাজে সমস্ত কিছু বিষয়ের প্রতি অল্পবিস্তর ধারণা বা জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে কোন কিছুর ক্ষেত্রেই অসুবিধের সম্মুখীন হতে হয় না। তাই এই ধরনের পাঠ্যক্রমের সংযোজন। পাশাপাশি এই বিষয়ের পাঠ্যক্রমটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সব ধরনের শিক্ষার্থী পড়তে পারে এবং তাদের নম্বর পেতেও সুবিধা হয়। এখন প্রশ্ন নতুন বিষয় সংযোগ করার পাশাপাশি সেই বিষয়গুলি কারা পড়াবেন সেটাও একটা ভাবনার বিষয় বলে মত বিশেষজ্ঞ মহলের।
এই প্রসঙ্গে শিক্ষা সংসদ সূত্রের খবর, “সায়েন্স অফ ওয়েলবিয়িং’ নতুন এই বিষয়টির পাঠ্যক্রম এমন করে তৈরি করা হয়েছে স্কুলগুলিতে যাঁরা শিক্ষক রয়েছেন তাঁরাই এই বিষয় পড়াতে পারবেন। প্রত্যেকটি স্কুলেই কম বেশি পরিবেশ বিজ্ঞান, জীববিদ্যা, ভূগোলের শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তারাই পড়াতে পারবেন বলে মত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের কোনও কিছু জিজ্ঞাসা পূরনের জন্য কর্মশালারও আয়োজন করা হবে। যুগোপযোগী নতুন বিষয়গুলির সংযোজন করাকে শিক্ষকমহল স্বাগত জানালেও। একাধিক স্কুলে শিক্ষক বা পরিকাঠামোর অভাব রয়েছে তা পূরণ করার দাবিও জানাচ্ছেন তারা।
আরো পড়ুন: আর পরা যাবে না আংটি-চুড়ি, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের