Date : 2024-05-16

আর পরা যাবে না আংটি-চুড়ি, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক : ঘড়ি, আংটি, চুড়ি পরে চিকিৎসা নয়। নয়া নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। এবার থেকে কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার পরতে পারবেন না চিকিৎসক, নার্স , স্বাস্থ্য কর্মীরা। সব কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। অনেক সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। রক্তে সংক্রমণের মাত্রা বেড়ে মৃত্যু পর্যন্ত হয়।

হাতের চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন- এসব থেকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে। হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট, ICU, HDU, অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে ক্লিবসিলা, স্টেফাইলোকক্কাস, অ্যাসিনেটোব্যাকটরের মতো জীবাণু, ভাইরাস এই সব জোন থেকেই ছড়িয়ে পড়ে।উল্লেখ্য করোনার ফার্স্ট ওয়েভেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, হাতের চুড়ি, আংটি, ঘড়ি, ইত্যাদির মাধ্যমেও সংক্রমণ হতে পারে করোনা ভাইরাসের। তখন সংক্রমণ এড়াতে এসব অলঙ্কারের ব্যবহার কমিয়েছিলেন মানুষ। কিন্তু সংক্রমণ তো নানা ভাইরাস বা ব্যাকটেরিয়ার হতে পারে। তাই এবার সচেতনতা শুরু হল চিকিৎসকদের মধ্য থেকে।

আরো পড়ুন: শ্রীকৃষ্ণচৈতন্যদাস বাবাজী মহারাজের জন্ম শতবর্ষ পূর্তি স্মরণ উৎসব