সোমবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফা। দেশ সহ রাজ্যে চলছে ভোট গ্রহণ। এই দফায় বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আজ যাদের ভাগ্যগণনা চলছে
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সোমবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফা। দেশ সহ রাজ্যে চলছে ভোট গ্রহণ। এই দফায় বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আজ যাদের ভাগ্যগণনা চলছে
নির্বাচনের একেবারে শেষমুহূর্তে উত্তরপ্রদেশের কনৌজ থেকে ভোটের লড়াইয়ে নেমেছেন অখিলেশ যাদব।। মূলত এই এলাকাটি সমাজবাদী পার্টির গড় হিসাবে পরিচিত হলেও ২০১৯-এ এখানে জিতেছেন বিজেপির সুব্রত পাঠক। তাঁর বিরুদ্ধেই এবার লড়াই অখিলেশের।
নজর রয়েছে ওয়াই এস শর্মিলার ওপরেও। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন শর্মিলা এখন কংগ্রেসে। সেখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভায় লড়ছেন বাবার ছেড়ে যাওয়া কাডাপা আসন থেকে। প্রচারে মোটামুটি ভালোই সাড়া পেয়েছেন তিনি। এখন দেখার বিষয় কতটা সাফল্য পান।
চতুর্থ দফার অন্যতম হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি এবারও লড়ছেন বিহারের বেগুসরাই থেকে। এবারও তার মূল প্রতিপক্ষ মহাজোটের সিপিআই প্রার্থী অবধেশ রায়।গতবার এই কেন্দ্রে কানহাইয়া কুমারকে হারান তিনি।
বিশেষ নজর হায়দ্রাবাদেও। হায়দ্রাবাদ থেকে এবারও লড়ছেন আসাদউদ্দিন ওয়েইসি। এবারে তার লড়াই বিজেপির মাধবী লতার বিরুদ্ধে। লড়াইয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীও।
বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মূল প্রতিদ্বন্দ্বী ইউসুফ পাঠান। যিনি প্রথমবার ভোটের ময়দানে লড়ছেন। আবার বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারেরও এদিনই ভাগ্য নির্ধারণ। বিজেপির বর্ধমান পূর্বের বিদায়ী সাংসদ হয়েও এবার আসানসোল থেকে লড়ছেন এস এস আলুওয়ালিয়া যার বিরুদ্ধে রয়েছেন শত্রুঘ্ন সিনহা।
গোটা বছরই বিতর্কের কেন্দ্রে ছিলেন মহুয়া মৈত্র। সেই মহুয়াতেই ভরসা রেখেছে শাসক শিবির। এবার মহুয়ার মূল প্রতিদ্বন্দ্বী কৃষ্ণনগরের ‘রানিমা’ অমৃতা রায়। যিনি রাজনীতির ময়দানে একেবারেই আনকোরা। ভূমিকন্যা বনাম রাজবধূর লড়াইতে কে শেষ হাসি হাসেন, তা জানতে আগামী ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুন : চলছে চতুর্থ দফার নির্বাচন, ভোট দিলেন একাধিক তারকারা