রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে যে আট টি আসনে ভোট চলছে সেখানে ভোট শুরু হওয়ার পর প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে ১৬.৫৪ শতাংশ। সবচেয়ে বেশি তমলুকে ও সবচেয়ে কম পুরুলিয়ায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের যে আট আসনে ভোট গ্রহণ পর্ব চলছে তাতে বেশ কিছু এলাকা থেকে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দফতরে। কোথাও বুথ জ্যাম, কোথাও ভোটারদের বাধা দান সহ একাধিক জায়গা থেকে ইভিএম নিয়ে অভিযোগ জমা পড়েছে। তবে এর মধ্যেও ভোটের হার প্রথম দুই ঘন্টায় মোটের উপর স্বাভাবিক।
সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের আট আসনে প্রথম দুই ঘন্টায় মোট ভোটের হার ১৬.৫৪ শতাংশ। এর মধ্যে ৩০,তমলুকে ভোট পড়েছে ১৯.০৭ শতাংশ। ৩১,কাঁথি-তে ১৫.৪৫ শতাংশ। ৩২,ঘাটাল লোকসভায় ১৮.২৭ শতাংশ। ৩৩,ঝাড়গ্রামে ১৬.২২ শতাংশ। ৩৪,মেদিনীপুর এ ১৪.৫৮ শতাংশ। ৩৫,পুরুলিয়া লোকসভায় ১২.৩৮ শতাংশ।৩৬,বাঁকুড়ায় ১৭.৬৯ শতাংশ ও ৩৭,বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সকাল ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫৬ শতাংশ।
আরও পড়ুন : ব্লু লাইনে” রাত ১১টায় শেষ মেট্রো